রাজধানীতে পরিকল্পিত স্যানিটেশন : ৫ টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

woter aidঢাকা, ৩০ মার্চ ২০১৫: রাজধানীতে পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ারটার এইড, সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা যৌথভাবে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

আজ সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে দু’টি পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নগরীর এ দু’টি পাবলিক টয়লেটের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত মোস্তফা। এ সময় তিনি সকলের জন্য, বিশেষতঃ পথচারী ও নিত্য যাত্রীদের জন্য একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেন।

এর আগের দিন ২৯ মার্চ রোববার নাবিস্কো মোড়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও ফার্মগেট ইন্দিরা রোডে তিনটি পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোববার এ সব পাবলিক টয়লেটের নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপারেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মন।

২০১১ সালে ওয়াটার এইড পরিচালিত এক জরিপে দেখা যায়, ঢাকার ৪৭টি পাবলিক টয়লেটের অর্ধেকেরও বেশি ব্যবহারের অযোগ্য। সবধরণের পাবলিক টয়লেটে সেবামানের অবস্থা নাজুক এবং নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোন সুবিধা নেই বললেই চলে।

গত বছর রাজধানীঢাকারপাবলিক টয়লেটগুলি ব্যবহারউপযোগী কওে স্বাস্থ্যসম্মতসেবা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাক ওয়াসা ও ওয়াটার এইড বাংলাদেশ একটি যৌথ সমঝোতা স্মারক সই করে। এরই ধারাবাহিকতায় নগরীতে গত দু’দিনে মোট পাঁচটি পাবলিক টয়লেটের নির্মান কাজ শুরু করা হলো। এ কাজে আর্থিক ও কারিগরী সহযোগিতা দিচ্ছে ওয়াটার এইড ও এইচ অ্যান্ড এম কনসাস ফাউন্ডেশন।

উদ্বোধনকালে ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ডাঃ খায়রুল ইসলাম বলেন, “ওয়াটার এইড ব্যবহার উপযোগী পাবলিক টয়লেট স্থাপন, সংস্কার ও টয়লেট ব্যবস্থাপনায় কার্যকর মডেল চালু করার লক্ষে কাজ করছে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.