বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ৫ দিনের সরকারি সফরে সোমবার তুরষ্কে গেছেন। তিনি তুরস্কের বিমান বাহিনীর আমন্ত্রষে স্ত্রী ও একজন সফরসঙ্গী নিয়ে গেছে। সফরকালে তিনি তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স ওন এয়ার এন্ড স্পেস পাওয়ার ২০১৫-এ অংশ নিবেন। এছাড়া তিনি তুরস্ক বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আএসপিআর এসব তথ্য জানিয়েছে।