মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেছেন রাজশাহীর ৪৩ মাদক ব্যবসায়ী। তারা সবাই নগরীর অন্যতম মাদক জোন রামচন্দ্রপুরের বাসিন্দা। মাদকের কারবার করতেন এ এলাকায়। শনিবার সকালে সেখানে আনুষ্ঠানিকভাবে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
একই সঙ্গে অন্যকে মাদক ব্যবসা থেকে বিরত রাখারও অঙ্গীকার করেন ওই ৪৩ জন। তাদের শপথ করান রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার।
আরএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একএম নাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী শিল্প ও বনিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি, স্থানীয় কাউন্সিলর আরমান আলী।
কমিশনার বলেন, আজ যারা মাদক ব্যবসা ছাড়লেন। তাদের আয়ের উৎস হারিয়ে গেলো। এখন তারা যদি চান, পুলিশের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেউ যদি রিকশা-ভ্যান চালাতে চান, পুলিশের পক্ষ থেকে কেনে দেয়া হবে।
ছোট-খাটো চাকরি চাইলে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুপারিশ করে তার ব্যবস্থা করা হবে। তবে কারও নামে মামলা থাকলে সেগুলো স্বাভাবিক গতিতে চলবে বলে জানান কমিশনার।
এ সময় অন্য মাদক ব্যবসায়ীদেরও অবৈধ এ কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান নগর পুলিশ প্রধান। এর আগে কমিশনার মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ওই ৪৩ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।