মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিজয় উৎসব-বনভোজন-দোয়া-আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আমিরাতের রাস আল খাইমা জেবেল আল-জেইস নামক স্থানে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) দুর্গম উঁচু পাথরের পাহাড়ের চূড়ায় অনুষ্ঠিত এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন, দু্বাই বিএনপি ও সেচ্ছাসেবক দল।
দুবাই যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আজাদ মুন্নার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সাধারণ সম্পাদক সায়মুন রানা ফারুখ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন দুবাই যুবদলের দফতর সম্পাদক মুহাম্মদ জলিল,সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছিলেন দুবাই বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা ইকরাম হোসেন, আব্দুল হাই, দুবাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফজলুর রহমান খাঁন পাপ্পু, যুবদলের সহ-সভাপতি ইলিয়াস আমীর আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা লোকমান হোসেন, ইসমত আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসাইন, যুবদল নেতা মো. সহিদ চুট্ট, মো. ফোরকান, রিপন জুমা, ওমর ফারুক, ইমন পাটোয়ারি, খাইরুল কবির সবুজ, মো. বিল্লাল, মো. আতাউর রহমান প্রমুখ।