বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস অনুষ্ঠানে এক পাকিস্তানি নাগরিক হামলা চালিয়েছে। সোমবার বাইরাইনের সাহেদ কদম আল দুরাজি কোম্পানি লেবার ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন কোম্পানি থেকে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লোকজন উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করে। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের গান পরিবেশনকালে সবাই যখন আনন্দে ব্যস্ত ঠিক তখনই পাশের একটি ভবন থেকে পাথর নিক্ষেপ করে পাকিস্তানি নাগরিক মোজাম্মেল।
এ ঘটনায় তিনজন আহত হয়। এর জের ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই কোম্পানির নিরাপত্তাকর্মী এবং অনুষ্ঠান পরিচালক সবাইকে শান্ত করে বিচারের আশ্বাস দেন।
সিসিক্যামেরা চেক করে হামলাকারীকে শনাক্ত করে এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ ব্যাপারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকদের পক্ষ থেকে নিন্দা জানানো হয় এবং হামলাকারী পাকিস্তানির শাস্তি দাবি জানানো হয়েছে।