ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় দেশটিতে আইফোন তৈরির তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ‘টেক ২’ জানিয়েছে, ভারতে আইফোন তৈরির বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে ভাবছে অ্যাপল। তবে ফোনের যন্ত্রাংশ তৈরি নয়; বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ ভারতে এনে তা জুড়ে দিয়ে ফোনের আকার দিতে চায় তারা।
ভারতে কারখানা তৈরির জন্য দেশটির সরকারের কাছে বিশেষ ছাড় প্রত্যাশা করা হচ্ছে বলে অ্যাপল সূত্রে জানা গেছে।
ভারতে আইফোনের দাম আকাশছোঁয়া। বিশ্বে সব থেকে বেশি দামে আইফোন বিক্রি হয় ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০ থেকে ৪০ শতাংশ বেশি দাম দিয়ে এই ফোন কিনতে হয় ভারতীয়দের। ফলে লাটেরবাট ছাড়া কেউ আইফোন কেনার সাহস দেখান না দেশটিতে; অন্তত সর্বশেষ মডেল তো নয়ই।
এদিকে, গোটা বিশ্বে আইফোনের বিক্রি বৃদ্ধি থমকে রয়েছে। বিক্রি বাড়াতে তাদের নজর এখন ভারত ও চীনের বাজারে। সমস্যা একটাই, এই দুই দেশে ব্যবহারের জন্য তৈরি পণ্য আমদানির ওপর শুল্ক এত বেশি যে তাতে পণ্যের দাম বেড়ে যায় অনেক।
ভারতে চীনের তুলনায় যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক অনেক কম। ফলে যন্ত্রাংশ আমদানি করে আইফোন তৈরি করলে উৎপাদন খরচ অনেকটাই কমবে। চীনের বাজারে আইফোন ফ্লপ মারায় অ্যাপলের ‘হাতের পাঁচ’ বলতে এখন কেবল ভারতই।
নতুন ফোন তৈরি ছাড়াও এর মধ্যে বেশ কয়েকবার পুরনো ফোন ভারতের বাজারে বিক্রির অনুমতি চেয়েছে অ্যাপল। পত্রপাঠে যা খারিজ করে দিয়েছে দেশটির সরকার।