বাজিমাত আমিরের কণ্ঠে গাওয়া ‘ধক্কড়’

1482303260১৮ বছর পর মিস্টার পারফেকশনিস্ট আমির খানের গাওয়া গান ‘ধক্কড়’র মুক্তির পর দর্শক সাড়ায় বাজিমাত। গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে।

‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে গত ১৮ ডিসেম্বর। তিনদিনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে গানটি নিয়ে, এরমধ্যে ৫০ লাখ ৪০ হাজার দর্শক গানটি দেখেছেন।

এ গানের মাধ্যমে ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হচ্ছে। গানের ফাঁকে ফাঁকে চলছে ‘ধক্কড়’ গার্লদের সঙ্গে কুস্তিগীরদের লড়াই। ৫১ বছরের আমিরের চোখে সুর্মা আর পরণে র‍্যাপ আর্টিস্টদের পোশাক। সঙ্গে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স।

উল্লেখ্য, দেড়যুগ আগে গান গাইতে মাইক্রোফোন হাতে নিয়েছিলেন বলিউড অভিনেতা আমির। ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবিতে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমির।

ওটাই ছিল আমিরের গাওয়া প্রথম গান। এরপর আর এ লাইনে দেখা যায়নি তাকে। আবারো গাইলেন, সঙ্গে সঙ্গে কাজের স্বীকৃতিও পাচ্ছেন আমির।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.