মো. শহীদুল ইসলাম, প্রতিবছরের মত এবারো নিউইয়র্কে বিশ্বনাট্য দিবস উদযাপন করেছে প্রবাসে সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন ঢাকা ড্রামা। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের এস্টোরিয়ার ক্লাব সনমে স্থানীয় সময় রবিবার বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দু’দিনব্যাপী বিশ্বনাট্য দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে নাটকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, সংস্কৃতিসেবী খন্দকার তৌফিক কাদের, নাট্যাভিনেত্রী রওশন আরা হোসেন ও রেখা আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস, বিশিষ্ট আবৃত্তিকার ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জিএইচ আরজু, নারী নেত্রী নীরা কাদরী, রানু ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক নাট্যকার, অভিনেতা ও সঙ্গীত শিল্পী গোলাম সারওয়ার হারুন।
অনুষ্ঠান শুরুতে সকল অশুভ শক্তির অবসান ঘটিয়ে শুভদিনের প্রত্যাশায় সকলেই ‘আগুনের পরশমণি জ্বালাও প্রাণে’ গানটির সঙ্গে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘নাটক আমাদের সমাজ বদলের হাতিয়ার, আমাদের সামাজিক উন্নয়নের অনুপ্রেরণা, যা থেকে আমরা শিখতে পারি জানতে পারি।
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচনা ও জহির মাহমুদের পরিচালনায় নাটক ‘স্বপ্ন’ পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল। এতে অভিনয় করেন আবীর আলমগীর ও কান্তা আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নাটকের উল্লেখযোগ্য অংশ মঞ্চস্থ হয়।
আরও খবর