ভারতীয় ভিসা সেন্টারের যাত্রা শুরু

downloadযশোরে ভারতীয় ভিসা সেন্টারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথমদিন ৪২৮টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরের সূর্যোদয় সড়কের (যশোর-নড়াইল) বেগম কমিউনিটি সেন্টারে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার মানুষ এ ভিসা প্রসেসিং সেন্টারে আবেদন জমা দিতে পারবে।

খুলনা বিভাগের দ্বিতীয় ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমেছে। এর আগে পাঁচ জেলার মানুষকে খুলনায় ভিসার আবেদন জমা দিতে হতো। যশোর কেন্দ্রে ইউ ক্যাশের মাধ্যমে ৭০০ টাকা জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। টুরিস্ট ভিসার জন্য ই-টোকেন লাগবে। তবে ৬৫ বছরের ওপরের নাগরিকদের ক্ষেত্রে ই-টোকেন লাগবে না। এছাড়া চিকিৎসা, ব্যবসা, সাংবাদিক, ছাত্র বা অন্যকোন ভিসার ক্ষেত্রে ই-টোকেন দরকার হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি উদ্বোধন করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.