দিনাজপুরে বিপাশার ‘ক্রাইম রোড’

Bipashaদিনাজপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী বিপাশা কবির। সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ সিনেমা নিয়ে দিনাজপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি দিনাজপুরে যায় ‘ক্রাইম রোড’ টিম।

বিপাশা কবির জানান, দিনাজপুর শিশুপার্ক, বড় মাঠ, রাজবাড়ি, স্বপ্নপুরীসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে অংশ নিচ্ছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজসহ আরও অনেকে।

কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবানে সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়। দিনাজপুরে দ্বিতীয় ধাপে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে।

ঢাকাই চলচ্চিত্রে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার একটি আইটেম গানের দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন বিপাশা কবির। এরপর হয়ে উঠে ঢালিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল। সম্প্রতি আইটেম গার্ল থেকে হয়েছেন চিত্রনায়িকা। এবার অপেক্ষার প্রহর গুনছেন চিত্রনায়িকা হিসেবে নিজেকে পর্দায় দেখার।

বিপাশা বলেন, ‘আমি চেষ্টা করছি যেন দর্শকের ভালো লাগার মতো অভিনয় করতে পারি। অভিনয় নৈপুণ্যেই দর্শকের হৃদয়ে জায়গা পেতে চাই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.