থ্রিজি সেবায় খুলনা অঞ্চলে বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক

1482321362এস.ডব্লিউ.এ.পি (শেয়ারড্ ওয়ারলেস অ্যাক্সেস প্রোটোকল) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে বাংলালিংক খুলনা অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ককে আরও উন্নত করেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ টেলিকমিউনিকেশন এবং তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জেড.টি.ই এ এই কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেছে। এই প্রযুক্তির আওতায় খুলনা অঞ্চলের ১৫ জেলার গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক সুবিধা উপভোগ করতে পারবে। একই সাথে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর এবং শরিয়তপুরের গ্রাহকরাও উপকৃত হবে।

সেরা মানের সেবা এবং উন্নততর নেটওয়ার্ক সুবিধা প্রদান করতে এই উদ্যোগটি বাংলালিংক-এর প্রতিশ্রুতিরই অংশ। জেড.টি.ই-এর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের নেটওয়ার্কের আধুনিকীকরণ একটি মাইলফলক। প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে এই আধুনিকীকরণ আমাদেরকে আরও উন্নতর প্রস্তুতি নিতে সহায়তা করছে যাতে থাকছে ফোরজি (এলটিই) সম্পন্ন আর.এ.এন (রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক) অবকাঠামো এবং সম্পূর্ণ আই.পি.আর.এ.এন। এতে আরও যুক্ত হয়েছে কল এবং ডাটা ব্যবহার, যা উল্লেখ্যযোগ্যভাবে নেটওয়ার্কের মান ও ধারণক্ষমতা বৃদ্ধি করবে। এটি প্রতিযোগিতামূলকভাবে গ্রাহকদের উচ্চ গতি সম্পন্ন ডাটা সার্ভিস এবং ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এস.ডব্লিউ.এ.পি বাস্তবায়নের মাধ্যমে এ প্রযুক্তি আমাদেরকে নেটওয়ার্ক আধুনিকীকরণ করে থ্রিজি সেবা উন্নত করতে সাহায্য করছে, যার ফলে ডাটা ব্যবহার বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের সন্তুষ্ট করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.