যান্ত্রিক ত্রুটির কবলে পরে মাসকাট ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সামনে একটি চাকা বিস্ফোরিত হওয়ায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৭মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।
বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি-১২২ ফ্লাইট। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিল। দেশের ফেরার সময় পাইলট লক্ষ্য করেন উড়োজাহাজের একটি চাকা বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এ অবস্থায় চট্টগ্রামে না গিয়ে ঢাকায় ফিরে আসে উড়োজাহাজটি। নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে অতিরিক্ত সময় আকাশে উড়ে উড়োজাহাজটি। এছাড়া বিমানের প্রকৌশলীরা রানওয়েতে গিয়ে অবস্থান নেন এবং পাইলট দু’বার লো ফ্লাই করেন। পরবর্তীতে নিরাপদে বিমানটি শাহজালালে অবতরণ করে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, উড়োহাজাজটি নিরাপদে অবতরণ করেছে। বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।
এছাড়া, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, এর আগে বিশ্বের দ্রুতগামী বিমান এয়ারফ্রান্সের কনকর্ড এরকম চাকা ফেটে যাওয়ার পর ক্র্যাশ করে। জানাগেছে কনকর্ডের ফ্লাইটটি টেকঅফের সময় পেছনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এরপর চাকার একটি অঙশ গিয়ে ইঞ্জিনে থাকা তেলের ট্যাঙকে গিয়ে আঘাত করে। সং্গে সং্গে আগুন ধরে যায়। বৃহস্পতিবারের মাসকটের ফ্লাইটটিও একই ভাবে উড্ডয়নের সময় পেছনের একটি চাকা ফেটে যায়। তবে চাকার কোন অঙশ তেলের ট্যাঙকে আঘাত না করায় কোন বিপদ হয়নি।
https://youtu.be/9MIhd4hVOeE