আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিন-চার দিন আগেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অ্যাপেন্ডিসাইটিসে সার্জারি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পূর্ণাঙ্গ বিশ্রামে রাখা হয়েছে।
সূত্র জানায়, আরও অন্তত সপ্তাহখানেক আইনমন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে।