মাদ্রিদ ফ্লাইট সার্ভিস উদ্বোধন করলো ইতিহাদ এয়ারওয়েজ

Photo_Emiratesঢাকা, ২ এপ্রিল, ২০১৫: আজ আবু ধাবি এবং মাদ্রিদ-এর মধ্যে সপ্তাহে চার বার বিরতিহীণ ফ্লাইট সার্ভিস চালু করলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ।
নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী আবু ধাবি এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ০২.৩৫ মিনিটে উদ্বোধনী ফ্লাইট ইওয়াই০৭৫ রওনা হয় এবং স্থানীয় সময় ০৮.৪৫ মিনিটে অ্যাডোফ সুয়ারেজমাদ্রিদ-বারাজাস এয়ারপোর্ট-এর রানওয়ে স্পর্শ করে।
স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী মাদ্রিদ দক্ষিণ-পশ্চিম ইউরোপীয় দেশের মধ্যে ইতিহাদ এয়ারওয়েজের প্রথম গন্তব্যস্থল। এয়ারলাইনটির গন্তব্যস্থলের তালিকায় ব্রাসেলস, ডাবলিন, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, লন্ডন এবং প্যারিস সহ ইউরোপের ২০টি নেতৃস্থানীয় শহরের সাথে যুক্ত হলো মাদ্রিদ।
ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট এবং চীফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন- “ইউরোপীয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের জন্য ইতিহাদ এয়ারওয়েজের একটি গুরুত্বপূর্ণ সংযোজন মাদ্রিদ ফ্লাইট । স্প্যানিশ রাজধানীতে আমাদের ফ্লাইট সার্ভিস শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।”
তিনি আরো বলেন- “ আশা করছি এই নতুন রুট ইউরোপে আমাদের নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও স্পেনের ক্রমবর্ধমান যাত্রীদের চাহিদা পূরণ করবে। এছাড়াও জিসিসি অঞ্চল সহ আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়ে গুরুত্বপূর্ণ গন্তব্যে আমাদের কেন্দ্রস্থল আবু ধাবির মাধ্যমে সুবিধাজনক সংযোগ প্রদান করবে।”
বিজনেস ক্লাসের জন্য ২২টি এবং ইকোনোমি ক্লাসের জন্য ২৪০টি আসন সহ দুই শ্রেনী বিশিষ্ট এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফ্ট ব্যবহার করে মাদ্রিদ ফ্লাইট সার্ভিস পরিচালিত হচ্ছে। যাত্রীদের সপ্তাহে মোট ২,০৯৬টি আসন অফার করছে এই ফ্লাইট।

ইতিহাদ এয়ারওয়েজের মাদ্রিদ ফ্লাইট-এর সময়সূচী:

ইওয়াই ০৭৫ আবু ধাবি (এইউএইচ) ০২:৩৫ মাদ্রিদ (এমএডি) ০৮:৪৫ সোম, বুধ, শুক্র ও শনি বার এ ৩৩০-২০০
ইওয়াই০৭৬ মাদ্রিদ (এমএডি) ১০:০৫ আবু ধাবি (এইউএইচ) ১৯:২৫ সোম, বুধ, শুক্র ও শনি বার এ ৩৩০-২০০

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.