সিলেট ব্যুরো: রিফুয়েলিং সিস্টেম চালুর পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টা ২৬ মিনিটে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬২ যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে। ওসমানী বিমানবন্দরের কর্মকর্তারা বিমানের যাত্রীদের বরণ করে নেন। বিমানটি ৬ টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওসমানী বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করল।
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, দীর্ঘদিন পর সিলেট বাসীর একটি স্বপ্ন পূরণ হয়েছে। এখন বিদেশি অনেক কোম্পানি সিলেটে ফ্লাইট পরিচালনা করার আগ্রহ প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং স্টেশন না থাকায় ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি।
আরও খবর