প্রবাসীদের উপর কর বসাচ্ছে সৌদি সরকার

downloadআগামী বছর থেকে প্রবাসী শ্রমিক ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। গত সপ্তাহে দেশটিতে আগামী বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়। বাজেটে এ কর আরোপের বিষয়টি বলা হয়েছে। বছর বছর এ ফি বাড়ানো হবে। ৪ বছরে এক পর্যায়ে তা দাঁড়াবে ৮০০ সৌদি রিয়েলে। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবে কোনো কোম্পানিতে প্রবাসীর সংখ্যা স্থানীয়দের চেয়ে বেশি হলে ওই কোম্পানিকে লেভি (এক ধরনের কর) দিতে হয়। প্রবাসী প্রতি এই লেভির পরিমাণ ২০০ সৌদি রিয়েল। নতুন বাজেটে এ লেভির পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে। তাছাড়া কোম্পানিতে স্থানীয়দের চেয়ে প্রবাসী কম হলেও তাদের ওপর (জনপ্রতি) কর আরোপ করা হবে। তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো কিছুটা ছাড় পাবে।

বাজেট বক্তব্য অনুসারে ২০১৭ সালের জুলাইতে প্রবাসীদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য প্রতি ১০০ রিয়েল করে ফি দিতে হবে। এটা বছর বছর বাড়ানো হবে। ২০১৮ সালের জুলাইতে এই ফি হবে ২০০ রিয়েল; ২০১৯ সালে হবে ৩০০ রিয়েল আর ২০২০ সালে হবে ৪০০ রিয়েল। যেসব কোম্পানিতে প্রবাসীর সংখ্যা স্থানীয় নাগরিকদের সমান বা তার কম- তাদের জন্য ২০১৮ সালের জানুয়ারি থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে জনপ্রতি ৩০০ রিয়েল করে মাসিক ফি দিতে হবে। ২০১৯ সালের জানুয়ারিতে এটা হবে ৫০০ রিয়েল। আর ২০২০ সালের জানুয়ারিতে হবে ৭০০ রিয়েল। স্থানীয়দের চেয়ে যেসব কোম্পানিতে প্রবাসী বেশি সে কোম্পানিগুলোকে জনপ্রতি ২০১৮ সালের জানুয়ারিতে দিতে হবে ৪০০ রিয়েল; ২০১৯ সালে দিতে হবে ৬০০ রিয়েল এবং ২০২০ সালে হবে ৮০০ রিয়েল।

আর্ন্তাতিক বাজারে তেলের টানা দরপতনে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রেক্ষিতে সরকার বিভিন্নভাবে আয় বাড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবেই এ ধরনের কর আরোপের কথা বলা হয়েছে বাজেটে। তবে প্রবাসীদের উপর আরোপ করা এসব করের আওতামুক্ত থাকবেন গৃহকাজে নিযুক্ত কর্মীরা যেমন ড্রাইভার এবং পরিচ্ছন্নকর্মী। তবে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে কর দিতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.