বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা

file-3ভারতীয় সিনেমা থেকে এক বছর ধরে দূরে আছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড সিনেমা ‘বেওয়াচ’ এ ব্যস্ত ছিলেন তিনি। এরমধ্যে অস্কার মঞ্চ থেকে শুরু করে বেশ কয়েকটি পুরস্কার অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করেছেন পিগি চপস। এ ছাড়াও জিতে নিয়েছেন পুরস্কার ও বেশ নামীদামি খেতাব। অথচ সেখানে নাকি তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। সম্প্রতি একথা জানালেন প্রিয়াঙ্কা।

তার সঙ্গে যা হয়েছে, তা তিনি জানিয়েছেন করণ জোহরের ‘কফি উইথ করণ’ শো-তে। অভিনেত্রী বলেছেন, এয়ারপোর্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ছিলেন। তখন এক কর্মকর্তা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন সেই ব্যক্তির সঙ্গে তর্কবিতর্ক হয় প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা তাকে বলেন তার কাছে ফার্স্ট ক্লাসের উপযুক্ত টিকিট আছে। তারপর ক্ষমা চান সেই ব্যক্তি। তবে কর্মক্ষেত্রে সে রকম কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলেই জানিয়েছেন এ নায়িকা।

কিছুদিন আগেই হলিউড থেকে ফিরেছেন প্রিয়াঙ্কা। হলিউডের কাঙ্ক্ষিত অভিনেত্রী প্রিয়াঙ্কা কদিন আগে দেশে ফিরেছেন। জানিয়েছেন, আগামী বছর দুটি বলিউড সিনেমা করবেন তিনি। এরই মধ্যে শাহরুখ খানের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির একটি ছবির কথা চলছে তার। হলিউডে পরপর অনেকগুলো কাজ করে ফেলেছেন প্রিয়াঙ্কা। এবার বলিউডে একটু মন দিতে চান তিনি।

আপাতত প্রিয়াঙ্কা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তার ফাঁকেই ‘কফি উইথ করণ’এর শুটও সেরে ফেলেছেন। করণের শোতে একাই উপস্থিত থাকবেন প্রিয়ঙ্কা। আগামী বছর মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। এ ছাড়া শোনা যাচ্ছে, সোহেল খান ও অর্পিতা খানের সঙ্গে তিনি নাকি একটি ছবি করতে চলেছেন। সেই কারণে তাদের সঙ্গেও আলোচনা করছেন প্রিয়াঙ্কা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.