মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ

malasia20161226214943মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস নতুন ঠিকানায় স্থানান্তরে কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ ডিসেম্বর ডেপুটি হাইকমিশনার ফয়সল আহমদ সাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে- ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মিশনের কন্স্যুলার সেবা সাময়িক বন্ধ থাকবে।

সেখানে আরো বলা হয়- আগামী ২ জানুয়ারি উইজমা হিরিহ লুটাস (প্রথম তলা, লট-৪৪২), জালান পাহাং, স্তাপাহ, ৫৩০০০, কুয়ালালামপুর। এ নতুন ঠিকানায় স্থানান্তর করা হলেও ৪ জানুয়ারি থেকে কনস্যুলার সেবা চালু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.