চাকরি অনলাইন ডট কম’র উদ্বোধন

chakri_smঢাকা: চাকরি অনলাইন ডট কম নামের চাকরি খোঁজার নতুন ওয়েবসাইট সম্প্রতি চালু করা হয়েছে। সাইটটিতে বিনামূল্যে চাকরির বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া থাকছে রিক্রুটমেন্ট সার্ভিসের সুবিধা এবং ক্যান্ডিডেট পোর্টালের ব্যবস্থা, যেখান থেকে চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি নিজেদের প্রয়োজনমতো প্রার্থী পছন্দ করতে পারবে। এছাড়া ওয়েবসাইটটি পরিপূর্ণ রিক্রুটমেন্ট সার্ভিসও অফার করছে।

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্যও অনেক নতুন সুবিধা রয়েছে এ অনলাইনটিতে। বিনামূল্যে প্রোফাইলের সুবিধা থাকছে। এ ছাড়া সিভি একবার প্রোফাইলে রেখে দিলে মোবাইল ফোন বা পিসি যেকোনো জায়গা থেকে তাঁরা চাকরির আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন (www.chakrionline.com) এ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.