শাহজালালে স্বর্ণসহ কেবিন ক্রু আটক

airportহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ আসলাম ওমর বেলিম (৪৫) নামে এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর শনিবার সকালে তাকে আটক করে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার দ্য রিপোর্টকে বলেন, আটক আসলাম ওমর বেলিম কুয়েত এয়ারলাইন্সের কেবিন ক্রু। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে তার কাছ ১০ তোলার ৪টি স্বর্ণের বার ও ৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

উম্মে নাহিদা আক্তার জানান, আসলাম কুয়েত থেকে কে ইউ-২৮৩ ফ্লাইটে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে পৌঁছান। তার পাসপোর্ট নম্বর এএ-০৭৮৮০৬৭ এবং ক্রু নম্বর ২৫০৭৮। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.