দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ডানা মেলল বিমান

Biman_bg_137371104-207x191প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে বাগেরহাটে একটি নতুন বিমানবন্দর প্রতিষ্ঠা করবে। প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষ করে ভুটানকে ওই বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেয়া হবে। একই সঙ্গে সৈয়দপুর ও কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। তিনি বিমানে যাত্রীসেবার মান বাড়ানো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে পার্টনার নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের লাগেজ ও মালামাল প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিমানকে নির্দেশ দেন। একই সঙ্গে কার্গো ফ্রেইটার ভাড়া নিয়ে দেশ-বিদেশে বিমানের কার্গো সার্ভিস চালু করারও নির্দেশনা দেন তিনি। রোববার ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে আবার বিমানের ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিমান বহরে যুক্ত হওয়া লিজে আনা ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের দুটি এয়ারক্রাফটের নামকরণ করেন মেঘদূত ও ময়ূরপঙ্খী।
আজ সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রামের ফ্লাইটের মধ্য দিয়ে অভ্যন্তরীণ রুটগুলো চালু করা হবে। প্রথম দিন চট্টগ্রাম ছাড়াও ঢাকা-সিলেট, ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুরের ফ্লাইট রয়েছে। কাল ঢাকা-রাজশাহী, ঢাকা-কক্সবাজার এবং পরশু ঢাকা-সৈয়দপুরের ফ্লাইট চলাচল শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ ও বিমান এমডি কাইল হেউগ বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর বিমানের অভ্যন্তরীণ রুট চালুর ফলে চট্টগ্রাম, সিলেটসহ রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর এবং কক্সবাজারে জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। পরে প্রধানমন্ত্রী কেক কেটে অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করেন। তিনি নতুন দুটি এয়ারক্রাফট ঘুরেও দেখেন। অনুষ্ঠানে বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন বলেন, বিমান এখন আর লোকসানি প্রতিষ্ঠান নয়। ইতিমধ্যে বর্তমান অর্থবছরের ৭ মাসে বিমান ২৭০ কোটি টাকা লাভ করেছে। এখন থেকে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ১২০টি ফ্লাইটের মাধ্যমে ১২ হাজারে বেশি যাত্রীকে সেবা দিতে পারবে বিমান। তিনি বিমানের এই উন্নয়নে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। প্রায় আড়াই বছর পর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করা হল। এখন থেকে ঢাকা-রাজশাহী, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট চালু হবে। অভ্যন্তরীণ ফ্লাইট চালু উপলক্ষে ট্যাক্সসহ মাত্র ২ হাজার ৭০০ টাকা ভাড়া অফার করেছে। সব রুটেই এক ভাড়া। যদিও বিমানের এই বিশেষ অফারের টিকিট এপ্রিল মাসের মধ্যে কিনতে হবে এবং ১৫ থেকে ৩০ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.