ফ্লাই দুবাইয়ের খবর নেই, বিমানবন্দরে বিক্ষোভ

fly1সিলেট: নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে না যাওয়ায় বিক্ষোভ করছেন ‘ফ্লাই দুবাই’-এর সিলেট-দুবাইগামী যাত্রীরা।

সোমবার (০৬ এপ্রিল) সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন।

যাত্রীরা জানান, ফ্লাই দুবাইয়ের এফজেড৫৯৬ ফ্লাইটটি সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে দুবাই রাত ১০টা ২০ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে এসে দেখা যায়, এরকম কোনো ফ্লাইট নেই। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এ নিয়ে কোনো দায়িত্ব নিচ্ছে না, নিজ নিজ টিকিট এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ উদ্দিন বলেন, গ্রাউন্ড সার্ভিসিং সুবিধা না থাকার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ফ্লাইট দুবাই কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, রোববার (০৫ এপ্রিল) রাতে ফ্লাইটি বাতিল করা হয়েছে। এরপরও যে এজেন্সিগুলো টিকিট বিক্রি করেছে, এর দায়-দায়িত্ব সম্পূর্ণই তাদের।

এছাড়াও ফ্লাইট সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ফ্লাই দুবাই কর্তৃপক্ষের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই বলে জানিয়েছেন হাফিজ।

রিফুয়েলিং সিস্টেম (বিমানের জ্বালানি সংগ্রহ সুবিধা) চালু হওয়ার পর গত ০১ এপ্রিল প্রথম কোনো আন্তর্জাতিক কোম্পানি হিসেবে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

এর আগে, কেবল দেশিয় কোম্পানি বাংলাদেশ বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে চলাচল করতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.