শুভ বুদ্ধির উদয় হল কাইলের : অবশেষে বিমানের সংবাদ সম্মেলন

Kyle-Haywoodএভিয়েশন নিউজ : অবশেষে বিমান এমডি কাইল হেউডের শুভ বুদ্ধির উদয় হল। দুর্নীতিবাজ চক্রের ভেতর থেকে নিজেকে বের করে আনলেন। শেষ পর্যন্ত কাল (বুধবার) সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিলেন। দুপুর ১২টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিমানের জনসংযোগ সুত্রে জানাগেছে। উল্লেখ্য নতুন এমডি হিসাবে বিমানে যোগদানের চার মাসের মাথায় এটা কাইলের প্রথম গণ মাধ্যমের সঙ্গে বসা। এর আগে একবার সংবাদ সম্মেলনের ঘোষনা দিয়েও বিশ্বকাপ ক্রিকেটের দোহায় দিয়ে বাতিল করা হয়েছিল ওই সংবাদ সম্মেলন।

বিমান সুত্রে জানাগেছে যোগদানের পর থেকেই নতুন এমডি কাইল বিমানের একটি দুনীতিবাজ সিন্ডিকেটের ফাঁন্দে আটকা পড়েছিলেন। এই দুর্নীতিবাজ সিন্ডিকেট এর আগেও বিমানের সাবেক বিদেশী এমডি কেভিন স্টিলকেও ফাঁন্দে ফেলে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। নারী কেলেংকারীর অভিযোগও তোলা হয়েছিল কেভিন স্টিলের বিরুদ্ধে। বোয়িং ৭৭৭-৩০০ইআর রাঙ্গা প্রভাতের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সাজানোকে কেন্দ্রে করে কেভিন স্টিলকে ষড়যন্ত্র মুলক ভাবে নারী কেলেংকারীতেও জড়িয়ে ফেলা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিমানের কতিপয় কেভিন ক্রুকে নিয়ে কেভিন স্টিল ওই সময় ঢাকার একটি হোটেলে নানা অনৈতিক কর্মকান্ডে নিজকে জড়িয়ে ফেলেছিলেন। একটি গোয়েন্দা সংস্থার তদন্তে বলা হয়েছিল বিমানের কতিপয় দুনীতিবাজ সিন্ডিকেট কেভিন স্টিলকে বিতর্কিত করা জন্য ওই অনুষ্ঠান সাজিযেছিলেন। এরপর পুরো হোটেলের অন্ধকার জগতের ওই অনুষ্ঠানটি ভিডিও করে পাঠিয়েছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়েও। বাধ্য হয়ে কেভিন স্টিলকে চাকরী ছেড়ে লন্ডনে পাড়ি জমাতে হয়েছিল।

শুধু তাই নয় কাইলের যোগদানের আগেও এই সিন্ডিকেট নানভাবে চেষ্টা তদবির করেছিলেন যাতে কাইল যোগদান করতে না পারে। সেজন্য অনেক কালক্ষেপনও করা হয়েছিল। অথচ যোগদান করেই কাইল সেই দুনীতিবাজ চক্রের খপ্পড়ে নিজকে জড়িয়ে ফেলেন। তৈরী করেন একটি শক্তিশালী মাফিয়া বলয়। যোগদান করেই ওই সিন্ডিকেট সদস্যদের বুদ্ধিতেই কাইল প্রথম দফায় সিদ্ধান্ত নিয়েছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কোন কথা বলবেন না।

এমনকি কোন কর্মকতা-কর্মচারী যেন গণ মাধ্যমের কোন কমীর সঙ্গে কথা না বলতে পারে সেজন্য তিনি নিষেধাজ্ঞাও আরোপ করে দেন। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে পুরোটাই তিনি করেছিলেন তাকে ঘিরে থাকা একটি দুনীতিবাজ সিন্ডিকেটের খপ্পড়ে পড়ে। এই সিন্ডিকেটের কারণে ইতোমধ্যে কাইল বেশ কিছু অবৈধ সিদ্ধান্তও নিয়েছেন বিমানে। সম্প্রতি অভ্যন্তরিন রুটে বিমানের ফ্লাইট চালুর প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সাজানোর জন্য বিটোপী নামে একটি কোম্পানীকে ১ কোটি ২০ লাখ টাকার কার্যৃাদেশ দিয়েছেন কোন ধরনের টেন্ডার ছাড়া। যা বিমানের ইতিহাসে প্রথম কোন কাজ।

এনিয়ে বিমানের কর্মকর্তারা অডিট আপত্তির ভয়ে আতঙ্গে আছেন। জানাগেছে বিমানের ফাইনান্স শাখার একজন শীর্ষ কর্মকর্তা বিমানের এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের মুল হোতা। তিনিই ২৪ ঘন্টা কাইলের সঙ্গে বসে থাকেন আর তাকে নানা কুবুদ্ধি দেন। বিমানের শীর্ষ কর্মর্তারা জানান, এর আগেও তার কুবৃদ্ধির খেসারত দিতে হয়েছিল কেভিন স্টিলকে। তার বুদ্ধি-পরামর্শ নিয়েই কেভিন স্টিল বিশ্বব্যাপী বিমানের জিএসএ নিয়োগ দেয়ার ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিলেন। এরপর একে একে কোটি কোটি টাকা আন্ডারহ্যান্ড ডিলিং করে বিভিন্ন স্টেশনে জিএসএস নিয়োগ দেয়া শুরু করেন। এর ভাগ পান সিন্ডিকেটের ওই সদস্যও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.