কামারুজ্জামানের ফাঁসিতে নিউইয়র্কে মিষ্টি বিতরণ, স্বস্তি সমাবেশ

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় নিউইয়র্কে মিষ্টি বিতরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বক্তব্য দেন। তারা বলেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলার মাটিতে যুদ্ধাপরাধের ঠাঁই নাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কথা রেখেছেন। একে একে সব যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আওয়ামী লীগ নেতা হিরু ভূইয়া, তৈয়বুর রহমান টনি, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া প্রমূখ।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সমাবেশে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।
গণজাগরণ মঞ্চ
এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় শনিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ব্রডয়ের কর্ণারে স্বস্তি সমাবেশ গণজাগরণ মঞ্চ, নিউইয়র্ক। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, আব্দুর রহিম বাদশা, হাকিকুল ইসলাম খোকন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, উবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ শাম্মু, মিথুন আহমেদ, মাহফুজা হাসান, তৈয়বুর রহমান টনি, শিবলী সাদিক, আদনান সৈয়দ, গোপাল স্যানাল, মুমুু আনসারী, সেমন্তী ওয়াহেদ প্রমূখ।