ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইন্টারপোল। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অভিযোগে এই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ফেরারি (ওয়ান্টেড পারসন) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ উল্লেখ করা হয়েছে।
ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান ছাড়াও বাংলাদেশের ৬৭ জন ব্যক্তির নাম রয়েছে।তালিকায় সবার শেষে রয়েছে তারেক রহমানের নাম।তার আগে আছেন মানবতাবিরোধী ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল জব্বার।
ইন্টারপোলের সাইটে তারেক প্রসঙ্গে বলা হয়েছে, তার জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতা ১.৬৮ মিটার উল্লেখসহ চুলের রং এবং অন্যান্য শারীরিক বিবরণ দেয়া অাছে।
তার কোনো খোঁজ পাওয়া গেলে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইন্টারপোলের সচিবালয়ে যোগাযোগ করে খবর দেয়ার অনুরোধ জানানো হয়েছে ওই ওয়েবসাইটে।