বৈশাখী আয়োজনে সোনারগাঁও ও আমারি হোটেল

sonargaon hotঢাকা: দিনভর নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করবে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও হোটেল আমারি।

বাংলা নববর্ষের দিনটি স্মরণীয় করে রাখতে সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ দুপুর রাতে বিশেষ খাবারের আয়োজন করেছে। হোটেলের হোটেলের জনপ্রিয় ক্যাফে বাজার রেস্টুরেন্টে এ উপলক্ষে থাকবে বাঙালি খাবার।

ইলিশ ভাজা, শুটকি ভর্তা, বিভিন্ন ধরনের আচারের পাশাপাশি এই ক্যাফেতে থাকছে টমেটো, দই, বেগুন ও পিয়াজের তৈরি নানা স্বাদের সালাদ। এর সঙ্গে থাকছে ফল, পিঠা, সেমাই, ফিরনি, রসমালাই, মিষ্টি দই, গুড়ের পায়েস। আয়োজনে বাড়তি বিনোদন হিসেবে রয়েছে বাউল সঙ্গীত ও নৃত্য। দুপুর ও রাতে থাকবে এসব খাবারের আয়োজন। বুফেতে জনপ্রতি ৩৫০০ টাকায় মিলবে এই খাবার। ১২ বছরের নিচের শিশুদের জন্য লাগবে ১৮০০ টাকা।

খাবারের নানা আয়োজনের পাশাপাশি হোটেলও সেজেছে নতুন সাজে। হোটেলে পাওয়া যাবে হাতে তৈরি জিনিস, কাপড় ও স্যুভেনির।

একই ধরনের বাঙালি নানা খাবারে নববর্ষ উদযাপন করবে গুলশানের পাঁচ তারকা হোটেল আমারি। আমারিতেও দুপুর ও রাতে খাবারের আয়োজন থাকছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.