ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। এর আগে সব শেষ ২০১৩ সালের ১৪ এপ্রিল জাসাসের অনুষ্ঠানে যোগ দিতে নয়াপল্টনে এসেছিলেন খালেদা।
দীর্ঘ বছর দুই পর নয়াপল্টন কার্যালয়ে খালেদার আগমন উপলক্ষে তার নিরাপত্তা রক্ষীদের একটি ইউনিট দুপুরের দিকে সেখানে অবস্থান নেয়।
পহেলা বৈশাখ উপলক্ষে দুপুর আড়াইটা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সামিয়ানা টাঙ্গিয়ে স্থাপিত মঞ্চে সংগীত পরিবেশনা শুরু করেন জাসাসের শিল্পীরা। এতে একে একে জড়ো হতে থাকেন সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক ও দফতর বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।