শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণসহ আটক ৩

Goldঢাকা: ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬শ’ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাট‍ালিয়ন (এপিবিএন)।

আটকরা হলেন- হাফিজ (৩০), ফারুক (২৮) ও আবু বকর মিয়া (৪২)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কেনোপি-১ থেকে তাদের আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মালয়েশিয়া থেকে আসা মালিন্দ এয়ার লাইন্সের ফ্লাইট ওডি-১৬৫ তে আবু বকর মিয়া ও বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি-০৮৭ যোগে ফারুক বিমানবন্দর এসে পৌঁছান। পরে এই দুজনই বিমানবন্দরে অপেক্ষারত হাফিজের কাছে স্বর্ণ হাতবদল করার সময় তাদের আটক করে এপিবিএন।

জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার তানজিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.