এবার এভারেস্টের সর্বোচ্চ চুড়ায় উঠবে বিমানের পতাকা

b newবিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় গৌরব, এভারেস্ট জয়ী ও বাংলাদেশের পর্যটন দূত মুসা ইব্রাহীম ও তাঁর টীম-কে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ৩টি সৌজন্য টিকেট প্রদান করেছে। মুসা ইব্রাহীম এবার যুক্তরাজ্যের ৩টি সর্বোচ্চ পাহাড় চূড়ায় ২৪ ঘন্টায় গমন করবেন। এ উদ্দেশে তিনি আগামী ১৯ এপ্রিল যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হবেন। ৩টি চূড়ার প্রথমটি স্কটল্যান্ডেযার উচ্চতা ৪,৪০৯ ফিট, দ্বিতীয়টি ইংল্যান্ডেযার উচ্চতা ৩,২০৯ ফিট এবং তৃতীয়টি ওয়েলস-এযারউচ্চতা ৩,৫৬০ ফিট। ৩টি চূড়ার দূরত্ব পদ ব্রজে ৩ হাজার মাইল বা ৯,৮০০ ফিট। আজ (বুধবার) বিমান প্রধান কার্যালয় বলাকা’-য় পরিচালক বিপণন ও বিক্রয় শাহনেওয়াজ মুসা ইব্রাহীম – এর হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্পোরেট পতাকা হস্তান্তর করেন, যেটি মুসা বাংলাদেশের হয়ে বিমানের পক্ষে সর্বোচ্চ চূড়ায় মেলে ধরবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.