ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ কেজি বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে তুর্কি এয়ারলাইন্সের ইকে-০৫৮৪ ফ্লাইট থেকে প্রায় ৫০ লাখ টাকার ডায়াবেটিস রোগের ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধগুলো আমদানি নীতিমালা না মেনে বাংলাদেশে আনা হচ্ছিল। পেনফিল ইসুলিন নামের ওষুধগুলো নভো নরডিক্স কোম্পানির।
আরও খবর