মালয়েশিয়া: পহেলা বৈশাখে মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দেশীয় গানে মাতিয়ে গেলেন ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় প্রবাসীদের উদ্যোগে কুয়ালালামপুরের চুন হু স্টেডিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গান পরিবেশন করেন মমতাজ।
মমতাজের গান শোনার জন্য মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। সন্ধ্যা ৭টার দিকে প্রবাসীদের ভিড়ে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই প্রবাসীদের আগমনে পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।
এক পর্যায়ে প্রবাসী দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। এমন সময় মঞ্চে ওঠেন মমতাজ।
বেশ কয়েকটা গান গাওয়ার পর মমতাজ ধরেন ‘মায়ের কান্দন যাবত জীবন’ গানটি। এ সময় দর্শক-শ্রোতাদের অনেকেরই চোখে পানি চিকচিক করছিল। সে চোখের পানি দূর দেশে থাকা তাদের মা ও দেশের কথাই মনে করিয়ে দিচ্ছিল।
বেশ কয়েক বছর আগে মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে গান গাইতে এসেছিলেন মমতাজ। তবে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এবারই প্রথম মালয়েশিয়ায় গান করলেন তিনি। আর প্রবাসী দর্শকরাও তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত।
গান গাওয়ার মাঝে প্রবাসীদের উদ্দেশ্যে মমতাজ বলেন, আপনারা দেশকে ভালবাসুন। আপনাদের পরিশ্রমের টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান। কারণ আপনাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
মালয়েশিয়ার প্রবাসী বাঙালিরা বাংলানিউজকে জানান, মালয়েশিয়া রেড বিডি সংগঠনটি কোনো ধরনের প্রচারণা ছাড়াই এ অনুষ্ঠানে মমতাজকে আমন্ত্রণ জানিয়েছে। যার ফলে অনেক প্রবাসীই অনুষ্ঠানে আসতে পারেনি।
শাহেদ শামীমের উপস্থানায় সব শেষে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে এই সুন্দর অনুষ্ঠানে আমি বাংলাদেশকে দেখতে পাচ্ছি। আমাদের সংস্কৃতি হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে ঐক্যের সংস্কৃতি।
তিনি আরও বলেন, আপনাদের যেভাবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে দেখলাম, এভাবেই বাংলাদেশেও আমাদের সাংস্কৃতিক ঐক্যের
প্রয়োজন। তবেই বাংলাদেশ দাঁড়াবে।