আটকে আছে মাহীর নিয়তি

mahiচলতি বছরের জানুয়ারি থেকে আলোচিত চিত্রনায়িকা মাহীর প্রযোজনায় ‘নিয়তি’ নামে একটি চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে এখনো চলচ্চিত্রটির শুটিং শুরু হয়নি। নিয়তি পরিচালনা করার কথা রয়েছে চিত্রপরিচালক জাকির হোসেন রাজুর।

এ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, ‘মে মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে পারে। এ ব্যাপারে এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ এই চলচ্চিত্রের পুরো বিষয় নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। এখনো চলচ্চিত্রটির নায়ক কে হচ্ছেন আমি তা জানি না। আশা করছি, ২০ এপ্রিলের পর সব বিষয়ে জানাতে পারব।’

জানা গেছে, মাহীর নিজস্ব প্রযোজনা সংস্থা স্করপিয়ন ছাড়াও চলচ্চিত্রটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বর্তমানে মাহী ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মাহী অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— ‘ভালোবাসার রং’ (২০১২), ‘অন্যরকম ভালোবাসা’ (২০১৩), ‘পোড়ামন’ (২০১৩), ‘ভালোবাসা আজকাল’ (২০১৩), ‘তবুও ভালোবাসা’ (২০১৩), ‘অগ্নি’ (২০১৪), ‘কি দারুণ দেখতে’ (২০১৪), ‘দবির সাহেবের সংসার’ (২০১৪), ‘হানিমুন’ (২০১৪), ‘দেশা দ্য লিডার’ (২০১৪), ‘অনেক সাধের ময়না’ (২০১৪) ও সর্বশেষ কলকাতা ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পায় ‘রোমিও বনাম জুলিয়েট’ (২০১৫)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.