দেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের প্রতি ইতিবাচক বার্তা দিতে উদ্যোগী মোদি সরকার সৌদি আরবের কাছে ভারতের হজযাত্রীর কোটা বাড়ানোর জন্য আবেদন করল। তবে এ আবেদন ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, মক্কা শরিফের মূল মসজিদ (মসজিদুল হারাম) সংস্কার করে সেটাকে আরও বাড়ানোর কাজ শুরু হয়েছে। ফলে এখনই ভারত বা অন্য কোনো দেশেরই হজযাত্রীর কোটা বাড়ানো যাবে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে রিয়াদ।
এদিকে দীর্ঘ চার দশক পর কানাডা গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। গতকাল সকালে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডায় পৌঁছেছেন। ফ্রান্স ও জার্মানির পর এবার তিনি কানাডায় গেছেন।
৪২ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সেখানকার ভারতীয় প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। বিমানবন্দরে নেমেই প্রবাসী ভারতীয়দের দেখে প্রধানমন্ত্রীও যারপরনাই খুশি। হাত মিলিয়েছেন তার ভক্তদের সঙ্গেও। ফ্রান্স এবং জার্মানি সফর শেষে তিন দিন কানাডায় থাকবেন তিনি। মোদি গতকালই কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যকার বৈঠকে মূলত কানাডা থেকে ইউরেনিয়াম আমদানি, ভারতে আর্থিক বিনিয়োগসহ ভারত-কানাডা ভিসা ব্যবস্থার বিষয়টি প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়াও বৈঠকে শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান প্রভৃতি বিষয়েও আলোচনা হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী ছাড়াও কানাডার শিল্পপতিদের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদি।
কানাডার অটোয়া শহর থেকে আজই টরেন্টোতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রিক কলোসিয়ামে বক্তৃতা দেবেন। সূত্রে জানানো হয়েছে, টরেন্টো শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরেও যেতে পারেন মোদি। জি নিউজ।
আরও খবর