বিমানের অভ্যন্তরীণ রুটে আসন বাড়লেও যাত্রী বাড়েনি

samakal_beta_logoঅভ্যন্তরীণ রুটে দিন দিন বাড়ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্সের আসন সংখ্যা। তবে এ হিসেবে যাত্রী বাড়েনি বলে জানিয়েছে এয়ারলাইন্স সংস্থাগুলো। প্রায় তিন বছর বন্ধ থাকার পর বিভিন্ন অভ্যন্তরীণ রুটে টিকিটের মূল্যহার কমিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জানা গেছে, দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে ছিলেন এসব রুটে চলাচলকারী বিমান যাত্রীরা। গত ৬ এপ্রিল বন্ধ থাকা পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। বন্ধ রুটগুলো হচ্ছে_ কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল। এর আগে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন
বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। পরে যাত্রীদের আকৃষ্ট করতে টিকিটের মূল্যহার কমিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। টিকিটের মূল্য কমানোতে বেসরকারি এয়ারলাইন্স সংস্থাগুলো প্রতিযোগিতার মধ্যে পড়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের টিকিটের মূল্যহার কমানোর ফলে প্রাথমিকভাবে বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা কিছুটা বেড়েছে। কমেছে বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীসংখ্যা। নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি এয়ারলাইন্সের কয়েকজন কর্মকর্তা জানান, দিন দিন অভ্যন্তরীণ রুটে সিটসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় বাড়েনি যাত্রীসংখ্যা। সিভিল এভিয়েশন বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিকে অভ্যন্তরীণ নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিচ্ছে। অভ্যন্তরীণ রুটে বিমান ছাড়াও বেসরকারি ইউনাইটেড, নভো এয়ার, রিজেন্ট, ইউএস বাংলাসহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ রুটে আরও কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স অনুমোদনের অপেক্ষা রয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স পরিচালক জানান, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় কমেনি সিভিল এভিয়েশনের চার্জ। দিন দিন আসনের তুলনায় যাত্রীর সংখ্যা কমছে। ফ্লাইট পরিচালনায় অ্যারো নটিক্যাল ও নন আ্যরো নটিক্যাল ফি কমেনি।
অভ্যন্তরীণ রুটে নিয়মিত যাতায়াত করেন এমন কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমানের দেশীয় ফ্লাইট চালু হওয়ায় যাত্রী ভোগান্তি কিছুটা কমেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, ভাড়ায় আনা দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে প্রতি সপ্তাহে কক্সবাজারে ছয়টি, যশোরে পাঁচটি, রাজশাহী ও সৈয়দপুরে তিনটি এবং বরিশালে দুটি করে ফ্লাইট চলছে। অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বে চালানোর জন্য দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া আনা হয় মিসরের স্মার্ট এয়ারের কাছ থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.