তাবিথের পক্ষে প্রচারণায় খালেদা

khalida-ziaঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তাবিথের নির্বাচনী কার্যালয়ের গণসংযোগ কার্যক্রমের দায়িত্বে থাকা সোহেল সমকালকে জানান, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হয়ে গুলশান-২ নম্বর এলাকায় যান। সেখানে তিনি কয়েকটি বিপণি বিতানে তাবিথ আউয়ালের পক্ষে ‘বাস’ মার্কায় ভোট চান।

তিনি জানান, গুলশান-২ প্রচারণা চালানোর পর বিএনপি চেয়ারপারসন গুলশান-১ এ নাভানা টাওয়ারের সামনে গাড়ি থামিয়ে প্রচারপত্র বিলি করেন। এরপর তিনি গুলশান লিংক রোডে গাড়িতে বসে প্রচারপত্র বিলি করেন। এ সময় খালেদা জিয়াকে দেখতে রাস্তায় ভিড় জমায় শত শত মানুষ।

সোহেল জানান, লিংক রোডে প্রচারণা চালানোর পর বিএনপি চেয়ারপারসন মধ্য বাড্ডার প্রগতি স্মরণী এলাকায় হল্যান্ড শপিং সেন্টারের সামনে গিয়ে প্রচারপত্র বিলি করেন। এরপর তিনি আবার গুলশান-২ নম্বরে যান। সেখানে ডিসিসি মার্কেটের দোকানে দোকানে গিয়ে তাবিথ আউয়ালের পক্ষে ভোট চান এবং প্রচারপত্র বিলি করেন।

প্রচারণা কার্যক্রমে তার সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছাড়া আর কাউকে দেখা যায়নি। তবে এ সময় তার সঙ্গে অনেক সাধারণ কর্মী ছিলেন। তারা ‘খালেদা জিয়ার সালাম নিন, বাস মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে মিছিল করছিলেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার উপদেষ্টা ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল বিএনপির সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.