শাহজালালে স্বর্ণ, শাড়ি ও সিগারেটসহ আটক ২

goldঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ, বিদেশী শাড়ি ও সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার সকালে ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০) নামের ওই দুই যাত্রীকে আটক করা হয়। তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ ফ্লাইটে সকাল সাড়ে সাতটায় ঢাকায় আসেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশ থেকে অবৈধভাবে আনা এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর কাস্টমস থেকে বের হয়। কিন্তু ওই দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে এপিবিএন গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি করে। এ সময় তাদের দেহ ও লাগেজ থেকে প্রতিটি ১০০গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৮৩ কার্টন সিগারেট ও নারীদের দামী পোশাক উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট মূল্য ৩০ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এপিবিএনের এ পুলিশ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা জানান, আটকরা বিমানবন্দর থানায় ক্যাশিয়ার হিসেবে পরিচিত ইদ্রিস আলীর পরিচিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.