তিন বোয়িংয়ে বিমানের হজ ফ্লাইট

Bimanজোবায়ের আহম্মেদ অভি: এবারের হজ ফ্লাইট চালাতে গিয়ে কোনো নিয়মিত ফ্লাইট কাটছাঁট করছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনস তিনটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করবে এ বছরের হজ ফ্লাইট। আর ইজারা নিয়ে সচল রাখবে নিয়মিত ফ্লাইট। বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাইল হেউড বলেন, ‘এ বছর আমরা নিজস্ব তিনটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করব। আর নিয়মিত ফ্লাইটের যাত্রা ঠিক রাখতে আরো উড়োজাহাজ ইজারা নেব।’
বিমান সূত্র জানায়, প্রতিবছরই হজ ফ্লাইট নির্বিঘ্ন রাখতে বিমানকে বেশ কিছু নিয়মিত ফ্লাইট বাদ দিতে হয়। এতে গ্রাহকরা বিপাকে পড়েন। পাশাপাশি অন্য এয়ারলাইনসের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় বিমানকে পিছিয়ে পড়তে হয়। ২০১২ সালে হজ মৌসুমে ১৬টি আন্তর্জাতিক রুটে ২৬টি নিয়মিত ফ্লাইট স্থগিত রেখে নজির সৃষ্টি করে বিমান। উড়োজাহাজ সংকটের কারণে সে সময় হজ মৌসুমে বিমান প্রতিসপ্তাহে রিয়াদের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে একটি কমিয়ে পাঁচটি, লন্ডনে দুটি কমিয়ে একটি, আবুধাবিতে একটি কমিয়ে চারটি, দুবাইয়ে দুটি কমিয়ে ছয়টি, মাস্কাটে একটি কমিয়ে পাঁচটি, কুয়েতে একটি কমিয়ে তিনটি, কুয়ালালামপুরে দুটি কমিয়ে পাঁচটি, কাঠমাণ্ডুতে একটি কমিয়ে ছয়টি, ব্যাংককে চারটি কমিয়ে দুটি, কলকাতায় একটি কমিয়ে ছয়টি এবং সিঙ্গাপুরে একটি কমিয়ে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া ম্যানচেস্টার, নয়াদিল্লি, করাচি, হংকং ও মিলান ফ্লাইট স্থগিত করে। আর এ বছর হজ মৌসুমে নিয়মিত ফ্লাইট ঠিক রাখতে শিগগিরই ৩০০ আসনের একটি উড়োজাহাজ বৈমানিক ও জ্বালানি খরচসহ তিন মাসের জন্য ইজারা নিচ্ছে এয়ারলাইনসটি। এ জন্য খোলা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। এ ছাড়া ইজারার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, একটি ৭৩৭-৮০০ এবং একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ পাঁচ বছরের জন্য নতুন করে ইজারা নিতে পৃথক দরপত্র আহ্বান করেছে তারা।
আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এই ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবে। বিমান পরিবহন করবে অর্ধেক সংখ্যক হজযাত্রী। আর বাকি যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস। বিমানের উড়োজাহাজ বহরে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি এয়ারবাস ৩১০-৩০০, দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি ড্যাশ-৮ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.