জোবায়ের আহম্মেদ অভি: বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে সৌদি আরবের
একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে ২২ এপ্রিল ঢাকায় আসছে। এছাড়া, সৌদি আরবের কোম্পানিগুলো আজ থেকে বাংলাদেশী নিয়োগের জন্যে তাদের কর্মীর চাহিদা সৌদি
কর্তৃপক্ষের কাছে জানাতে শুরুকরবে। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ রোববার টেলিফোনে জানিয়েছেন, বাংলাদেশী কর্মী
নিয়োগের ব্যাপারে কোম্পানিগুলোকে সৌদি কর্তৃপক্ষের নিজস্ব সার্ভারে চাহিদা জানাতে হবে। এজন্য সোমবার থেকে সৌদি কর্তৃপক্ষ নিজস্ব সার্ভার
বাংলাদেশী কর্মী নিয়োগের লক্ষ্যে নিয়োগকারী কোম্পানিগুলোর জন্যে খুলে দেবে। তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানির চাহিদার বিপরীতে ভিসা ইস্যু করবে
সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের ডাটাবেস থেকে কর্মী নির্ধারণ করে তা
সরবরাহ দেয়া হবে। দেশব্যাপী বিদেশ গমনেচ্ছুদের কম্পিউটারে নিবন্ধনের মাধ্যমে এই ডাটাবেস তৈরি করা হয়েছে। ডাটাবেসে প্রায় ২২ লাখ পুরুষ এবং প্রায় পাঁচ হাজার নারী
নিবন্ধন করেছেন। বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব ২০০৮ সালের শেষ দিকে বন্ধ হয়ে যায়। প্রায় ৬ বছর পর এই শ্রমবাজারটি বাংলাদেশী কর্মীদের
জন্যে পুনরায় খুলে যাচ্ছে।
আরও খবর