খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাত সভা
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সভা

যুক্তরাষ্ট্র অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম। একই সমাবেশ থেকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস এবং তাবিথ আওয়ালকে বিজয়ী করার জন্য দেশে প্রবাসীদের স্বজনদের প্রতি আহ্বান জানানো হয়।
স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজহারুল হক মিলন। ছাত্রনেতা আতাউর রহমান আতার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, ফারুক মজুমদার, মোহাম্মদ আলী, মতিউর রহমান লিটু প্রমূখ।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়ে বলেন, হরতাল-অবরোধের মাধ্যমে আন্দোলন করলে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপরাদ দেওয়া হয়। আবার শান্তিপূর্ণ কর্মসূচিতেও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। বক্তারা বলেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক আচরণ অতীতের যে কোনো স্বৈরাচারি সরকারকে হার মানিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে জনগণ বিএনপির প্রার্থীদের বিজয়ী করে সরকারের স্বৈরাচারি কার্যকলাপের বিরুদ্ধে রায় দেবে। পরাজয়ের আশঙ্কা করেই সরকার খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জসিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এমএ খালেক আকন্দ, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমীন নাসির প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করে জনগণ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার সমুচিত জবাব দেবে। তারা বলেন, সরকার যে কোনো সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ি হতে চায়। এ কারণে খালেদা জিয়ার নির্বাচনে জনসংযোগে হামলা চালিয়েছে।
বক্তারা আরো বলেন, দেশে আইনশঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীরা চরমভাবে লাঞ্ছিত হয়েছে। যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.