ফেসবুকের এক স্ট্যাটাসে আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি মঙ্গলবার জানান, তিনি বিয়ে করতে যাচ্ছেন। এই পোস্টের সূত্র ধরে কয়েকটি অনলাইনে ‘হ্যাপির বিয়ে’ শিরোনামে খবর ছাপা হয়। পরদিনই জানান, তিনি বিয়ে করছেন না।
হ্যাপির সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার জানান, মজা করে এমন স্ট্যাটাস দিয়েছেন। এখনই তিনি বিয়ে করছেন না। পাঠক বিভ্রান্ত হয়েছেন জেনে তিনি ক্ষমাও চান।
সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশান-১ এর একটি রেস্টুরেন্টে বাংলালিংক কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হবেন।
‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রের এ নায়িকা বলেন, ‘বাংলালিংক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এক লাখ গ্রাহকের ভেতর থেকে ১০ জন গ্রাহককে বাছাই করেছে। মূলত তাদের সঙ্গে আড্ডা দিতে সেখানে যাব।’
স্ট্যাটাস প্রসঙ্গে বলেন, ‘মজা করে এ স্ট্যটাসটি দেওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় হ্যাপির অভিষেক হয়। সম্প্রতি বাতিল করা দৃশ্য পুনরায় সংযোজন করার অভিযোগে সিনেমাটির ছাড়পত্র বাতিল হয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রিয়েল ম্যান’। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। এ ছাড়া ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ এ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানের ভিডিওতে মডেল হয়েছেন হ্যাপি।
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুতেই ক্রিকেটার রুবেলকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন হ্যাপি। এরপর নিত্যনতুন খবরের শিরোনাম হচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার বিয়ের খবর দিয়ে মজা করলেন হ্যাপি।