বেনাপোল স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক ও আবগারি) মইনুল ইসলাম এবং হজ এজেন্সি অরিয়ন এয়ার সার্ভিসের মালিক মো. শাকিলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মইনুল ইসলামের বিরুদ্ধে দুদকের উপপরিচালক এস এম গোলাম মওলা সিদ্দিকী গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বেনাপোল স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (বরখাস্তকৃত) মইনুল ইসলাম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ৩১তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় কৃতকার্য হয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্য কোটার সুবিধা নেন। তাঁর পিতা আবদুস ছামাদ মুক্তিযোদ্ধা না হলেও চাকরিতে যোগ দেওয়ার সময় মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন ছনকা গ্রামের আবদুস ছামাদ নামের একজনের মুক্তিযোদ্ধা সনদ জমা দেন তিনি।
এদিকে পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক কয়েকজনের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অরিয়ন এয়ার সার্ভিসের (লাইসেন্স নম্বর-১৮৮) মালিক মো. শাকিলের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক আজিজুল হক। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি হজে পাঠানোর নাম করে হজে যেতে ইচ্ছুক ১৮ জনের কাছ থেকে ৩৪ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আবারও অনুসন্ধানের সিদ্ধান্ত: পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ নথিভুক্তির সুপারিশ অগ্রাহ্য করে পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মো. আবদুস সোবহানকে নতুন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে উপপরিচালক হামিদুল হাসান অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিলেন। কমিশন সেটি গ্রহণ না করে পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়।