শিহাব শাহীন পরিচালিত ‘রমিজের আয়না’ ধারাবাহিকের কথা নিশ্চয় মনে আছে। নিশ্চয় ভুলে যাননি লারা লোটাসের ছোট বোন চরিত্রে অভিনয় করা পিচ্চি মেয়েটির কথা। হ্যাঁ, তার নাম দীপালি আক্তার তানিয়া। এরপর বেশকিছু মিউজিক ভিডিও ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন দীপালি। এখন তিনি পুরোদস্তুর চিত্রনায়িকা।
শুরু থেকেই দীপালির স্বপ্ন ছিল চলচ্চিত্রে ব্যস্ত হবেন, হলও তাই। ৪টি চলচ্চিত্র ঘিরে সময় কাটছে তার। এর মধ্যে দুটি আছে মুক্তির অপেক্ষায়, বাকি দুটির চিত্রায়ন শুরু হবে শিগগির। দীপালি জানান, এই চার সিনেমা দিয়ে ক্যারিয়ারে ছক্কা হাঁকাতে চান।
ঈদুল ফিতরে আনিসুর রহমান মিলন, ববি ও মৌসুমী হামিদকে সঙ্গে নিয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন দীপালি। অভিষেক চলচ্চিত্রটির নাম ‘ব্ল্যাকমেইল’। অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রের টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি, সম্পাদনাও শেষ। এবার শুধু মুক্তির পালা। এ প্রসঙ্গে দীপালি দ্য রিপোর্টকে বলেন, “এর আগে ইমনের বিপরীতে ‘পায়রা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। এটিও মুক্তির অপেক্ষায় আছে। এখন মনে হচ্ছে ‘ব্ল্যাকমেইল’ই আমার প্রথম সিনেমা হবে। এ সিনেমা নিয়ে আমি দারুণ আশাবাদী।”
হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর নায়িকা হিসেবে নতুন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দীপালি। এর মধ্যে একটির শুটিং শুরু হবে ১৫ মে। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘বাজে ছেলে- দ্য লোফার’। প্রথম লটের শুটিং হবে ঢাকায়। অন্য চলচ্চিত্রটি হল ইস্পাহানী আরিফ জাহানের ‘মিশন মাদ্রিদ’। এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে স্পেনে। গল্পের প্রয়োজনে বেশির ভাগ অংশের শুটিং হবে ওখানে।
দীপালি বলেন, ‘এ সিনেমায় বেশ চ্যালেঞ্জিং একটা চরিত্র পেয়েছি। একটা মিশনে আমার দরকার হবে বাপ্পিকে। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। গল্পটিতে অনেক বাঁক আছে। আশা করছি, গতিময় একটি সিনেমা হবে।’
দীপালি এখন আর নাটকে অভিনয় করছেন না। চলচ্চিত্র ঘিরেই তার সব পরিকল্পনা। তিনি জানান, আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা চলছে। এখন নতুন সিনেমাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সময় দিচ্ছেন পরিবারকেও।
দীপালির অভিনয়ের শুরু মঞ্চে। এরপর টেলিভিশন নাটক ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। দীপালির প্রথম নাটক ছিল ‘রমিজের আয়না’, প্রথম মিউজিক ভিডিও তপুর ‘এক পায়ে নূপুর’।