১০টি গন্তব্যে ফ্লাইট সংখ্যা বাড়াবে কাতার এয়ারওয়েজ

qatar_bgজোবায়ের আহম্মেদ অভি:যাত্রীদের বাড়তি চাহিদা পূরণে জনপ্রিয় ১০টি গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। গত রোববার উড়োজাহাজ সংস্থাটি জানায়, যাত্রীদের বাড়তি চাহিদার পরিপ্রেক্ষিতে তারা ১০টি গন্তব্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে। খবর অ্যারাবিয়ান নিউজ।

বর্তমানে বিশ্বের ১৪৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ব্যবসা ও অবসর গন্তব্যের মধ্যে সমন্বয়সাধনের মাধ্যমে পর্যায়ক্রমে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করা হবে।

১৬ মে থেকে শুরু করে উড়োজাহাজ সংস্থাটি প্রথমে যে সাতটি গন্তব্যে স্থায়ীভাবে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে, সেগুলো হলো— সৌদি আরবের তাইফ ও গাসিম, ইরাকের বসরা ও নাজাফ, তুরস্কের আঙ্কারা, ক্রোয়েশিয়ার জাগরেব ও গ্রিসের এথেন্স।

সংস্থাটি আরো জানিয়েছে, গ্রিষ্ম মৌসুমে তারা তিনটি গন্তব্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে। ছুটির মৌসুম চলায় এ সময়ে এ গন্তব্যগুলোয় চাহিদা বাড়ে। গন্তব্য তিনটি হলো— মিসরের আলেকজান্দ্রিয়া, ওমানের সালালাহ ও সাইপ্রাসের লারনাকা। অবশ্য এ গন্তব্যগুলোয় অতিরিক্ত ফ্লাইট বৃদ্ধি সাময়িক, তবে ১৫ সেপ্টেম্বর, ৪ ও ২৪ অক্টোবরে এগুলোয় আবার আগের সংখ্যায় ফ্লাইট পরিচালনা করা হবে।

স্থায়ীভাবে বৃদ্ধি করা গন্তব্যগুলোর মধ্যে তাইফ, জাগরেব ও আঙ্কারার ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পাবে যথাক্রমে ১৬ মে, ১ ও ৩ জুলাই থেকে।

ইরাকের দুটি গন্তব্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বর্তমানের চারটি থেকে বাড়িয়ে আটটি করা হবে। এ সিদ্ধান্ত বসরায় কার্যকর হবে ১৬ মে ও নাজাফে ২ জুন থেকে। অন্যদিকে ১৭ জুলাই থেকে গাসিমে প্রতি সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করা হবে।

তবে সবচেয়ে বেশি সংখ্যা বাড়বে এথেন্সে। ১ জুন থেকে এ গন্তব্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ২১ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.