হজযাত্রীদের সংকট নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সিলেট-চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করবে হাব কর্তৃপক্ষ। হজযাত্রীদের সংকট নিরসনের দাবিতে আগামী ২৫ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হজযাত্রী সমাবেশ শেষে সচিবালয় ঘেরাও করবে হাব সদস্যগণ। সম্প্রতি সেগুন বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাবে সভাপতি মো. ইব্রাহিম বাহার। হজযাত্রীদের অতিরিক্ত কোটা বরাদ্দে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে হাবের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে হাব নেতৃবৃন্দ হজযাত্রীদের হজে প্রেরণ-সংক্রান্ত সৃষ্ট সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, হাবকে না জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা জনপ্রতি ১০ হাজার টাকা নিয়ে হজযাত্রীদের কোটা পুনঃবণ্টন করেছে। স্বচ্ছতার সাথে হজযাত্রীদের কোটা বণ্টন না করা হলে আমরা একজন হজযাত্রীকেও হজে পাঠাবো না। হাব মহাসচিব বলেন, হজযাত্রীদের সৃষ্ট সংকট নিরসনের দাবিতে আগামী ২৫ এপ্রিল বায়তুল মোকাররমের সামনে হজযাত্রীদের সমাবেশ শেষে সচিবালয় (ধর্ম মন্ত্রণালয়) ঘেরাও করা হবে। দুর্নীতিপরায়ন ব্যক্তিবর্গের মাধ্যমে গোপনে কোনভাবে হজযাত্রী কোটা পুনঃবণ্টন করা হলে তা’ হাব ও হাবের সদস্যরা মেনে নেবে না। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ হজযাত্রীদের সৃষ্ট সংকট নিরসনের দাবিতে আজকের মানববন্ধন কর্মসূচি ও ২৫ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আহূত হজযাত্রী সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। মোতালেব হজ সার্ভিসেস-এর অংশীদার মোহাম্মদ আবু সালেহ রাজী (জাভেদ) বলেন, হজযাত্রীদের ডাটা এন্ট্রি নিয়ে এজেন্সিগুলো বিপাকে পড়েছে। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় হাব কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে কোনরকম নীতিমালা ছাড়াই কোটা পুনঃবণ্টন করেছে যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনি হজযাত্রীদের সংকট নিরসনের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে। এদিকে, রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হজযাত্রীদের সংকট নিরসনের লক্ষ্যে মন্ত্রিপড়ায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে তার বাসায় হাব নেতৃবৃন্দের বৈঠক চলছিল। বৈঠকে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম এবং হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার মহাসচিব শেখ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।