‘ম্যাড’না!

c00c24596ec98780652b9f7c614946b2-5‘আর ইউ ম্যাড!’ সম্প্রতি এমনই তির্যক বাক্য ধেয়ে গিয়েছিল ম্যাডোনার দিকে। এমনিতেই থিয়েটারগুলো নিয়মকানুনে কড়াকড়ি। যত বড় তারকাই হোন না কেন, সেই নিয়মের গণ্ডিতেই থাকতে হবে।
নিউইয়র্কের পাবলিক থিয়েটারে হ্যামিল্টন-এ পারফর্ম কেরছেন এই পপ তারকা। অভিযোগ উঠেছে, একটি দৃশ্য চলার সময় ম্যাডোনা মনোযোগ ধরে না রেখে সেই সময় মুঠোফোন টেপাটেপিতে ব্যস্ত ছিলেন। ক্রমাগত মুঠোবার্তা পাঠিয়ে যাচ্ছিলেন।
হ্যামিল্টন-এর লেখক ও পরিচালক, টনি পুরস্কারজয়ী লিন-ম্যানুয়েল মিরান্ডা সেই রাতে টুইট করে তাঁর রাগ ঝাড়েন।
নাম উল্লেখ না করলেও টুইটে তিনি একজন ‘মহাতারকা’র কথা উল্লেখ করেন। সূত্রগুলো নিশ্চিত করেছে, কাণ্ডটা ম্যাডোনারই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.