ওড়ার অপেক্ষায় স্টার ওয়ার’স আর২-ডি২ প্লেন!

r2d2_bgঢাকা: মহাকাশ বিষয়ক কল্প-কাহিনী নিয়ে নির্মিত ‘স্টার ওয়ার’স কথা জানেন না এমন মুভিপ্রেমিক খুঁজে পাওয়া দুষ্কর। মুভিতে ব্যবহৃত আর২-ডি২ ‘রোবট’ নিয়ে মুভিপ্রেমীকদের মধ্যে কৌতুহলেরও কমতি নেই।

১৭ এপ্রিল মুভিটির ম‍ুক্তি পাওয়া দ্বিতীয় ট্রিজার ট্রেইলর ইতোমধ্যে বিশ্বব্যাপী ত্রিশ মিলিয়নের বেশি দেখা হয়েছে। মুভিটিতে ব্যবহৃত আর২-ডি২ ‘রোবট’র বাইরের নকশা নিয়ে তৈরি বাণিজ্যিক প্লেন এবার ওড়ার অপেক্ষায়।

স্বপ্ন নয়, বিষয়টিকে বাস্তবে রূপ দিচ্ছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। আসছে সেপ্টেম্বর-নভেম্বর নাগাদ এ ডিজাইনের একটি ৭৮৭ বোয়িং প্লেন দিয়ে যাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সটি।

সিলিন্ডার আকৃতির প্লেনটির ডিজাইনে আর২-ডি২ রোবটের থিম ব্যবহার করা হয়েছে। এছাড়া প্লেনটির ডানা বর্তমানে যাত্রী পরিবহনকারী বাণিজ্যিক প্লেনগুলির চেয়েও আলাদা।

বাণিজ্যিক প্লেনে এটি একটি যুগান্তকারী সাফল্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এএনএ।

তবে এএনএ কোন রুটে এ প্লেনটি উড্ডয়ন করাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। কারা সে ভাগ্যবান, এখন তা দেখার অপেক্ষা!

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.