বিমানে নোংরা মাস্কের ফল

r2d2_bgভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে। কারণ ওই বিমানের পাইলটকে নোংরা অক্সিজেন মাস্ক দেয়া হলে তিনি সেটা নিতে অস্বীকার করেন।

বুধবার বিমানটি দিল্লি থেকে কোচি যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, একই বিমানের পাইলট এর আগে অস্বাস্থ্যকর মাস্কের কারণে ফ্লাইট ছাড়তে অস্বীকার করেছিল। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ পাইলটের দাবি সত্য কিনা তা যাচাই করবে। এর আগেও এয়ার ইন্ডিয়ার যাত্রীরা ফ্লাইট ছাড়তে বিলম্বের অভিযোগ তুলেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট সঠিক সময়ে ছাড়ার ক্ষেত্রে শতকরা ৭০ ভাগ সফল আমরা। এর আগে এর পরিমাণ ছিল ৫২ শতাংশের কিছু বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.