চট্টগ্রাম বিমানবন্দরে ৫৯ স্বর্ণবার উদ্ধার, আটক ১

CTG-NEWS(01)-FROM-BHUPEN-24.04.2015জোবায়ের আহম্মেদ অভি: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা পৃথক দুটি ফ্লাইট থেকে ৫৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নুরুচ্ছাফা নামে এক যাত্রীকে। বৃহস্পতিবার রাত ১০টায় উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা।

সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতে ওমান এয়ার ও বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট থেকে মোট ৫৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার মধ্যে বাংলাদেশ বিমানের বিজি- ০২৪ নামে একটি ফ্লাইটে বিভিন্ন জায়গায় ছড়ানো-ছিটানোভাবে পরিত্যক্ত অবস্থায় ৫৪টি স্বর্ণবার পাওয়া যায়। ৬ কেজি ৩০০ গ্রাম ওজনের এ সব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, এর আগে ওমান এয়ারের অপর একটি ফ্লাইটে আসা নুরুচ্ছাফা নামে এক যাত্রীর শরীর তল্লাশী করে পাঁচটি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রায় ৬০০ গ্রাম ওজনের স্বর্ণবারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। উভয় ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.