ইন্টারনেটে তথ্য খোঁজার ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) গুগল এবার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেবা চালু করেছে। তবে এ সেবা শুধু যুক্তরাষ্ট্রের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্প্রিন্ট এবং টি-মোবাইল গুগলের কাছ থেকে ভয়েস এবং ডেটা ব্যবহারের জন্য নেটওয়ার্ক ভাড়া নিচ্ছে। এর সাহায্যে এ দুই মোবাইল অপারেটরদের ব্যবহারকারীরা তারহীন ওয়াই-ফাই হটস্পটের সাহায্যে নেটওয়ার্ক-সুবিধা নিতে পারবেন। ‘প্রজেক্ট ফাই’ নামের এ প্রকল্পে বর্তমানে শুধু গুগলের নেক্সাস ৬ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গুগলের নতুন এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে বেশ আলোচনা তৈরি হয়েছে। ইতিমধ্যে গুগল ফাইবারের সেবার সাহায্যে ‘আলট্রা-ফার্স্ট’ ব্রডব্যান্ড সেবা দিচ্ছে গুগল। আর এ সেবায় বেশ সাড়াও মিলছে। মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়ে চলছে নানা আলোচনা।
বাজার বিশেষজ্ঞদের মতে, একধরনের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছে গুগল। গুগলের পরিকল্পনা দেখে ধারণা করা যায়, এ বাজারে গুগল শীর্ষে থাকতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিকল্পনা হিসেবে মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়টি প্রথম বলেন গুগলের অ্যান্ড্রয়েড প্রধান সুন্দর পেচাই।