গুগলের মোবাইল ফোন নেটওয়ার্ক

images gইন্টারনেটে তথ্য খোঁজার ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) গুগল এবার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেবা চালু করেছে। তবে এ সেবা শুধু যুক্তরাষ্ট্রের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্প্রিন্ট এবং টি-মোবাইল গুগলের কাছ থেকে ভয়েস এবং ডেটা ব্যবহারের জন্য নেটওয়ার্ক ভাড়া নিচ্ছে। এর সাহায্যে এ দুই মোবাইল অপারেটরদের ব্যবহারকারীরা তারহীন ওয়াই-ফাই হটস্পটের সাহায্যে নেটওয়ার্ক-সুবিধা নিতে পারবেন। ‘প্রজেক্ট ফাই’ নামের এ প্রকল্পে বর্তমানে শুধু গুগলের নেক্সাস ৬ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গুগলের নতুন এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে বেশ আলোচনা তৈরি হয়েছে। ইতিমধ্যে গুগল ফাইবারের সেবার সাহায্যে ‘আলট্রা-ফার্স্ট’ ব্রডব্যান্ড সেবা দিচ্ছে গুগল। আর এ সেবায় বেশ সাড়াও মিলছে। মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়ে চলছে নানা আলোচনা।
বাজার বিশেষজ্ঞদের মতে, একধরনের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছে গুগল। গুগলের পরিকল্পনা দেখে ধারণা করা যায়, এ বাজারে গুগল শীর্ষে থাকতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিকল্পনা হিসেবে মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়টি প্রথম বলেন গুগলের অ্যান্ড্রয়েড প্রধান সুন্দর পেচাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.