গত বছরের মার্চ মাসে ময়ালয়েশীয় বিমান এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর থেকেই এ বিষয়ে স্বাধীনভাবে নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত করে আসছেন বিমান প্রযুক্তি বিশেষজ্ঞ আন্দ্রে মাইলন।
নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের চিহ্ন বঙ্গোপসাগরে মালয়েশিয়া ও ভারত সীমান্তের মাঝামাঝি কোথাও খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা- এএনআই’র সূত্র উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীবাহী বিমানটির সম্পূর্ণ হদিশ পাওয়ার জন্য খরচ হিসেবে ১.৩ মিলিয়ন পাউন্ড প্রয়োজন তার- এমনটাই জানিয়েছেন তিনি।
এছাড়া বঙ্গোপসাগরের ওই অংশে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত বিমানটির সন্ধানে যতজন যত ধরনের মত দিয়েছেন, তার সবগুলো নিয়েই কাজ করেছেন- দাবি মাইলনের। কাজটি সম্পূর্ণ করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি এবং বঙ্গোপসাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি যাচাইয়ে একটি তহবিল গড়ে তোলা প্রয়োজন বলে মতপ্রকাশ করেন।
গত বছর কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। তারপর থেকেই বিমানটির খোঁজে বিমান বিশেষজ্ঞরা তৎপর থাকলেও এখনো অনুসন্ধান কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ভারত মহাসাগরের বিভিন্ন অংশে কয়েক মাস ধরে ব্যয়বহুল অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হলেও বিমানটির হদিশ পায়নি কেউই